আজকের শিশু কিশোর তরুণেরাই ভবিষ্যতে দেশ ও জাতির কর্ণধার। এদের গভীরে লুকিয়ে রয়েছে অশেষ সম্ভাবনা ও বিপুল সৃজনী প্রতিভা। ছেলেদের পাশাপাশি মেয়েরাও  নানামুখী কর্মকাণ্ডের মাধ্যমে সমাজ ও জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। জাতির উন্নয়নের ক্ষেত্রে নারী শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ সেটা নেপোলিয়নের উক্তির মাধ্যমে স্পষ্ট হয়ে যায়- ‘আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি  শিক্ষিত জাতি উপহার দেব।’ বিশ্ব নেপোলিয়নের এই উক্তির মর্মার্থ উপলব্ধি করতে পেরেছে বলেই বর্তমানে নারী শিক্ষার হার বেড়েছে।  কারণ একজন মেয়েকে শিক্ষা দেওয়ার অর্থ হচ্ছে  গোটা পরিবারকে শিক্ষিত করে তোলা। বৃহদার্থে সমাজ ও দেশকে উন্নত করা। তাই জাতির কল্যাণ অগ্রগতিতে নারী শিক্ষার কোনো বিকল্প নেই ।

কোমলমতি শিক্ষার্থীর অভ্যন্তরে স্ফুটনোম্মুখ মেধার সুষ্ঠু বিকাশ ও তার বহুমুখী সম্ভাবনার দ্বার উন্মোচনের জন্য যথোপযুক্ত মাধ্যম প্রয়োজন। সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীর জন্য আত্মবিকাশের এমন একটি চমৎকার সুযোগ প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দিতে পারছে বলে আমি গর্ববোধ করছি। সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সাতক্ষীরা জেলার অন্যতম প্রধান নারী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় পাঠদান করে এবং যশোর শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয়ে আসছে। প্রতি বছর সফলতার সাথে বোর্ডে নিজেদের অবস্থান প্রথম সারিতে ধরে রেখেছে। সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শুধুমাত্র একাডেমিক শিক্ষায় নয়, বরং সহশিক্ষা কার্যক্রম, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশে অবদান রাখছে। নারী শিক্ষার অগ্রগতিতে এই বিদ্যালয়টি একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত।

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থীদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।